দেশজুড়ে

রায়পুরে যুবলীগের কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুইটি ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন ও একটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন সুমন, যুগ্ম-আহ্বায়ক ইউছুফ আজম সিদ্দিকী ও আবু সাঈদ চৌধুরী শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নে নাজমুল হক রাজুকে আহ্বায়ক, শামিম হোসেন লিটন, মনির হোসেন ও মিজানুর রহমান ঢালীকে যুগ্ম-আহ্বায়ক মনোনীত করা হয়। ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে মনির হোসেনকে আহ্বায়ক, তাজুল ইসলাম হাওলাদার, ছৈয়দ আহম্মদ চৌধুরী ও লিটন কীর্ত্তনিয়াকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। একই সময় মেয়াদোত্তীর্ণ ও নিস্ক্রিয় থাকায় উপজেলার ১০নম্বর রায়পুর ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন সুমন বলেন, সংগঠনকে গতিশীল করতে দুইটি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করার জন্য ওই কমিটির নেতাদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও নিস্ক্রিয় থাকায় উপজেলার ১০নং রায়পুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।কাজল কায়েস/এআরএ/পিআর