স্মার্টফোন কথা বলা, সিনেমা দেখা কিংবা টাকা লেনদেন নানান কাজেই ব্যবহার করছেন। এই তীব্র গরমে ইলেকট্রনিক ডিভাইসের যত্ন নেওয়া খুব জরুরি। এ সময় ফোন বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এছাড়া ফোন গরম হয়ে যাওয়া, হ্যাং হওয়া সহ নানান সমস্যা দেখা দিতে পারে।
অতিরিক্ত তাপমাত্রা ফোনের ব্যাটারিতে চাপ সৃষ্টি করতে পারে, যা থেকে বিস্ফোরণ বা আগুন লাগার মতো বিপদ ঘটতে পারে। তাই গরমকালে স্মার্টফোনের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও সতর্কতা তুলে ধরা হলো-
১. সরাসরি রোদে ফোন ব্যবহার না করাতীব্র রোদের নিচে ফোন ব্যবহার করলে এটি অতিরিক্ত গরম হয়ে যায়। রোদে রাখলে ডিসপ্লে এবং ব্যাটারি উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। গাড়ির ড্যাশবোর্ড বা বাইরের খোলা জায়গায় ফোন ফেলে রাখা থেকে বিরত থাকুন।
২. ভারী অ্যাপ বা গেম খেলা কমিয়ে দিনহাই-গ্রাফিক্স গেম, ভিডিও এডিটিং অ্যাপ ইত্যাদি অনেক প্রসেসিং পাওয়ার ব্যবহার করে, যা ফোনকে অতিরিক্ত গরম করে তোলে। গরমের দিনে এই অ্যাপগুলো সীমিত ব্যবহার করা উত্তম।
ফোন চার্জ দেওয়ার সময় গরম হয়ে যাওয়া খুব সাধারণ বিষয়। তবে যদি ফোন আগেই গরম থাকে, তাহলে চার্জে দেওয়া বিপজ্জনক হতে পারে। চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করাই ভালো। অতিরিক্ত কম মানের বা নকল চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন।
৪. ফোন কভার খোলা রাখা যেতে পারেঅনেক সময় ফোন কভার তাপ নিঃসরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত গরমের সময় কভার খুলে ফোন ব্যবহার করলে কিছুটা তাপ কমে।
৫. প্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ করুনঅনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের প্রসেসর ব্যবহার করে, ফলে ফোন গরম হয়। সেটিংস থেকে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন।
৬. পাওয়ার সেভিং মোড ব্যবহার করুনপাওয়ার সেভিং মোড চালু রাখলে ফোনের প্রসেসর কম কাজ করে এবং গরম হওয়ার সম্ভাবনা কমে।
অনেকেই গরম ফোন ফ্রিজে বা বরফের কাছে রেখে ঠান্ডা করার চেষ্টা করেন, যা বিপজ্জনক। তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে ফোনের ভেতরে কনডেনসেশন (জলীয়বাষ্প) তৈরি হতে পারে, যা শর্ট সার্কিটের কারণ হয়।
৮. ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুনপুরোনো বা ফোলা ব্যাটারি স্মার্টফোন বিস্ফোরণের অন্যতম কারণ। নিয়মিত ব্যাটারির অবস্থা চেক করুন এবং প্রয়োজন হলে বদলান।
৯. সফটওয়্যার আপডেট রাখুনঅনেক সময় ফোন নির্মাতারা নতুন আপডেটে হিট ম্যানেজমেন্টের ব্যবস্থা উন্নত করে থাকে। তাই ফোন আপডেট রাখা ভালো।
১০. ফোন যদি অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়, বন্ধ করুনফোন হঠাৎ গরম হয়ে গেলে, সেটি বন্ধ করে কিছু সময়ের জন্য ঠান্ডা স্থানে রাখুন। কোনো ভারী কাজ না করেও যদি ফোন গরম হতে থাকে, তবে সেটি হার্ডওয়্যার সমস্যার লক্ষণ হতে পারে-বিশেষজ্ঞর পরামর্শ নিন।
আরও পড়ুন
সবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে আইফোন ১৭ দেশের বাজারে এলো অপোর এ৫এক্স ফোনকেএসকে/এমএস