ক্যাম্পাস

বগালেকে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানের রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে বাংলাদেশ ইউনিভাসির্টি অব প্রফেশনালের (বিইউপি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী জায়েদ ইকবালের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে নিহত জায়েদসহ ৯ বন্ধু বগালেকে গোসল করতে নামেন। লেকে গোসলের এক পর্যায়ে জায়েদ লেকের পানিতে তলিয়ে যান। পরে বগালেক সেনাক্যাম্পের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে।               রুমা থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জায়েদ লালবাগের আলী ইকবালের ছেলে। মরদেহ রুমা হাসপাতালে রাখা হয়েছে শনিবার সকালে লাশ ঢাকায় পাঠানো হবে।সৈকত দাশ/এসকেডি