সাহিত্য

পূর্ণতার রাজকুমারি এবং আশ্রয়স্থল

পূর্ণতার রাজকুমারি

আমার প্রতিটি মুহূর্ত কেটে যায় এক বিষম যন্ত্রণায় ছটফট করতে করতে, উদাসী এ হৃদয় শুধু কাকে যেন খুঁজে বেড়ায় ক্রমাগত

মনে হয়, অপূর্ণ এক অস্তিত্ব আমার আমিতে

গভীর ধ্যানমগ্নতার ভেতর শুনতে পাই কে যেন বলে ওঠে—আমি আসছি হে অপূর্ণ! তোমার দু’চোখের শীতলতা হয়ে উষ্ণ প্রেমের পরশ নিয়ে আমাকে বরণ করে নিতে তুমি প্রস্তুত তো!

আমার ধ্যান ভঙ্গ হয় হৃদয়ের খুব গভীরে চিনচিনে ব্যথা জাগে প্রতীক্ষা আর শেষ হয় না

আমি সেই আহ্বান উপেক্ষা করিনিবরং পথ চেয়ে আছি এখনো অন্তহীন ব্যাকুলতা নিয়ে

পূর্ণতার সে রাজকুমারিকে রাজকীয় বরণের জন্য উন্মুখ হয়ে আছে আমার বুকের চাতাল

****

আশ্রয়স্থল

মায়ের সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম

দূরে কোথাও চলে যাবো

একটুখানি আশ্রয়ের খোঁজে দিনমান অতিবাহিত হয়ে গেলকোথাও ঠাঁই হলো নাএকটু আশ্রয় দিলো না কেউই

অভিমান ভেঙে ফের ছুটে এলাম মায়ের কাছেইতারপর মনে হলো—মায়ের কোলের চেয়ে আপন দ্বিতীয় কোনো আশ্রয়স্থল নেই

এসইউ/এমএস