ভারতের গুজরাটের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন।
১৭ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরুর পরপরই প্লেনটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়।
এয়ার ইন্ডিয়া ‘এআই১৭১’ ফ্লাইটটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
Video Shows Moment Air India Ahmedabad-London Plane Crashed After Takeoff@shivaroor, @vishnundtv report pic.twitter.com/Z3owBQ4RG6
তবে সূত্রের বরাতে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেনটিতে ২৪২ জন যাত্রী ছিলেন।
সূত্র: এনডিটিভিকেএএ/