ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়নে ভোট শুরু হয়েছে আজ সকাল ৮টা থেকে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু স্থানীয় প্রশাসন এসব ইউনিয়নের ১৪০টি ভোটকেন্দ্রকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ণিত করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত শৈলকুপা উপজেলা। ১৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৪৭ জন। এসব ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডের ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৪৪ জন। এছাড়া সংরক্ষিত আসনে ১২১ ও সাধারণ সদস্য পদে ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস