দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কারবালা দিঘী নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার কারবালা দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী কমিউটার ট্রেনটি পারুলীয়ার কারবালা দিঘী এলাকায় আসলে ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক। এসময় ট্রেনের চাকায় তার হাত পা কাটা পরে মৃত্যু হয়। লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে। রবিউল হাসান/এফএ/আরআইপি