আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় পরিণতি’ হবে: খামেনির কঠোর হুঁশিয়ারিইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ার করে বলেছেন, যদি তারা ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ‘অপূরণীয় পরিণতি’ হবে। মঙ্গলবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন।

ইরান-ইসরায়েল সংঘাত/ ‘অযৌক্তিক’ লড়াইয়ের দ্রুত সমাপ্তি চান ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘পুরোপুরি প্রতিরক্ষাহীন’, তাদের ‘আকাশ প্রতিরক্ষা বলতে কিছু নেই’। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান এখন একেবারেই প্রতিরক্ষাহীন, তাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই—একেবারে শূন্য।

ইরানে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ নিহত ৬ইরানের ইসফাহান প্রদেশের নাজাফআবাদে ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ ছয়জন নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ওই নারী কয়েক সপ্তাহের মধ্যেই সন্তান প্রসব করতে যাচ্ছিলেন।

Advertisement

যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে, প্রশ্নের জবাবে কী বললেন ট্রাম্প?যুক্তরাষ্ট্র কি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে- সাংবাদিকদের এমন প্রশ্নে সরাসরি জবাব এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

ইসরায়েলের সমালোচনা করায় জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা বরখাস্তইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক নীতির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় মার্কিন পররাষ্ট্র সদর দপ্তর পেন্টাগন একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়ছে। একই সঙ্গে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পেন্টাগন।

‘ইরান শিগগির পরমাণু অস্ত্র বানাবে,’ ৩৩ বছর ধরে একই সুর নেতানিয়াহুরতিন দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বক্তব্য বারবার দিয়ে আসছেন—ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে।

২৪ ঘণ্টায় গাজায় ১৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে আহত হয়েছেন ৫৬০ জন।

Advertisement

যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সহায়তার কথা বিবেচনাতেও না আনে: রাশিয়াযুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি- ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনায়ও না আনে। তারা (যুক্তরাষ্ট্র) যদি এমনটা করে, তাহলে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইরানের পক্ষে এমনই সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

ইরান-ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধের আহ্বান পুতিনের, মধ্যস্থতার প্রস্তাবইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

পাকিস্তানে সামরিক অভিযান নিয়ে ট্রাম্পকে কী জানালেন মোদীযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বুধবার টেলিফোনে আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির ও ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর এ ফোনালাপ হলো।

ইরান-ইসরায়েল সংঘাতে সবচেয়ে খারাপ পরিস্থিতি কী হতে পারে?ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আপাতত কেবল দেশ দুইটির মধ্যেই সীমাবদ্ধ বলেই মনে হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন জায়গা থেকে দুই পক্ষকে সংযত থাকার জন্য ব্যাপক আহ্বান জানানো হয়েছে। কিন্তু সেটা যদি তাদের কানে না যায়? যদি লড়াই আরও তীব্র এবং ব্যাপক হয়?

কেএএ/জিকেএস