একটি নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য যারা ষড়যন্ত্র করে তার গোটা মুসলিম জাহানের শত্রু বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়ার শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যারা ইহুদীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের বিচার হবেই। আগামী ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের বিচার করবে। নাসিম আরো বলেন, বর্তমান সরকার যখন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত অবস্থায় নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আন্দোলন করে হেরে যাওয়া শক্তি সরকার উৎখাতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার মানুষ তাদের এই ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করবে। তিনি বলেন, বর্তমান সরকার ইসলাম বিরোধী কোনো কার্যকলাপকে প্রশ্রয় দেবে না। আব্দুল লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব হারিয়ে যার প্রমাণ দিয়েছেন। সুতরাং যারা ইসলামের শত্র ইহুদীদের সাথে হাত মেলাচ্ছেন তারাও বর্তমান সরকারের কাছে ছাড় পাবে না।জেলা আওয়ামী লীগের আয়োজনে এই স্মরণসভায় জেলা সংগঠনের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না।বেলকুচি আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, তাড়াশ আসনের সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিল, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজুল ইসলাম খান, মোস্তফা কামাল খান, কে এম হোসেন আলী হাসান।শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসহাক আলী, মরহুম গোলাম কিবরিয়ার মেয়ে নুসরাত জাহান ইলোরা, মিজানুর রহমান দুদু প্রমুখ।উলেখ্য, গত ১৭ মার্চ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাদল ভৌমিক/এসকেডি