রাজনীতি

ইরানে হামলা ও গাজায় গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

ইরানে হামলা ও গাজায় গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।

Advertisement

শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এই বিক্ষোভ ও সমাবেশে দলটির শীর্ষ নেতারা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ইসরায়েল যুগের পর যুগ ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এখন ইরানেও অবকাঠামো ধ্বংস করে ও শত শত মানুষ হত্যা করে তারা সব মানবিক সীমা অতিক্রম করেছে। এটা মানবতার জন্য চরম হুমকি।

তিনি বলেন, ইরানের পাশে দাঁড়াতে ওআইসিকে এখনই জরুরি অধিবেশন ডাকতে হবে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে হবে। যে রাষ্ট্র শান্তির শত্রু, তার পক্ষে অবস্থান নেওয়ার অর্থ মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া।

Advertisement

আরও পড়ুন ইরানে সরকার পরিবর্তন অকল্পনীয়-অগ্রহণযোগ্য: রাশিয়া ইরান থেকে নিজ দেশে চলে যাচ্ছেন হাজারো আফগান

আহমদ আবদুল কাদের আরও বলেন, ইরানের প্রতিরোধের মুখে ইসরায়েলও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলি নাগরিকদেরও এখন বোঝা উচিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বেদনা কতটা তীব্র।

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল।

ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন- ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী সহ-সভাপতি মুফতি সাইফুল হক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সেলিম হোসেন প্রমুখ।

Advertisement

এএএম/কেএসআর/এএসএম