বিনোদন

বৃষ্টি হলেও আজ কনসার্ট হবে পূর্বাচলে

বৃষ্টি হলেও আজ কনসার্ট হবে পূর্বাচলে

বৃষ্টি হলেও পূর্বাচলে আজ (২০ জুন) বিকেল ৫টায় দেশের চারটি ব্যান্ডে কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে গাইবেন নব্বইয়ের দশকের ব্যান্ড সিম্ফনী, এ সময়ের হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স, বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ব্যান্ড এফ মাইনর। আরও থাকছে রক ও থ্রাসমেটাল গায়ক কেএইচএন এর পরিবেশনা।

Advertisement

রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে অ্যান্ড আর্ট স্পেসে কনসার্টটি আয়োজন করা হয়েছে। কনসার্টের ইভেন্ট পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। বিকেল ৫টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। ভেন্যুতেও টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শক।

আরও পড়ুন: একটা রিলেশনশিপে অনেকদিন ছিলাম কারাগারে বিয়ে করতে হলো ধর্ষণে অভিযুক্ত নোবেলকে

বৈষ্টমীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। ওই দিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। আগামী ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে ওই কনসার্টের ব্যান্ডগুলোর নাম প্রকাশ করতে চান না আয়োজকরা। রাখতে চান চমক হিসেবে।

এমআই/এমএমএফ/এএসএম

Advertisement