সংস্কারের আগে নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
Advertisement
শনিবার (২১ জুন) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শিক্ষাশিবির অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচনের আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার মধ্যে সংস্কার করতে হবে। দেশবাসী দুর্ভোগ পোহাচ্ছে, জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। সংসদে সংখ্যানুপাতিক আসন বিন্যাস করতে হবে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, রাষ্ট্র পরিবর্তনে, সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন পদ্ধতি। জামায়াত তার উদ্দেশ্য ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক পন্থা গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এজন্য আমাদের আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
Advertisement
বিগত দিনের সরকার প্রধানদের প্রসঙ্গ টেনে জনগণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, এ যাবৎকাল যারা দেশ শাসন করেছে তারা কি সুশাসন কায়েম করেছ? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে? মানুষের অধিকার, ন্যায়বিচার কোনোটাই তারা করতে পারেনি। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম ও শরীয়তপুর-১ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোশাররফ হোসেন মাসুদ।
বিধান মজুমদার অনি/জেডএইচ/জেআইএম
Advertisement