দেশজুড়ে

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

Advertisement

রোববার (২২ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত জেলা প্রশাসক) মোহাম্মদ রেজাউল করিম সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষা ও পরিবেশ প্রতিবেশের ক্ষতি রোধে ওয়াচ টাওয়ার এবং আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশ পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। এছাড়াও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসনের জারিকৃত বিভিন্ন নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হলো। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।

Advertisement

লিপসন আহমেদ/এমএন/জেআইএম