সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ৮৫ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিত এ আদেশ দেন।
সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য দুদকের আবেদনে বলা হয়, হাছান মাহমুদ ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিক হয়েছেন এবং তা ভোগদখলে রেখেছেন।
এতে আরও বলা হয়, তাদের এসব অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ ও জব্দ করা প্রয়োজন। পাশাপাশি, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
Advertisement
এমআইএন/এমকেআর/এমএস