স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪

চট্টগ্রামে করোনায় দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুজন মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এ নিয়ে চলতি বছর করোনায় ছয়জন মারা গেছে। গত শনিবার বিকেলে তারা মারা গেলেও সোমবার (২৩ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। চলতি মৌসুমে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে।

করোনায় মৃত্যুবরণকারী দুজন হলেন- কাজী আবদুল আওয়াল (৮০), রাবেয়া খাতুন (৯৫)। তাদের মধ্যে আবদুল আওয়ালের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে এবং রাবেয়া খাতুন নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা। নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজনই নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন বলে জানান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Advertisement

তিনি বলেন, চলতি মৌসুমে নতুন করে করোনা সংক্রমণের প্রকোপ বেড়েছে। করোনা মোকাবিলায় পুরো জেলায় স্বাস্থ্য বিভাগের সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নগরী ও জেলার ১২টি ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে চারজনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৩ জন মহানগরের, অন্যজন জেলার সাতকানিয়া উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

এমডিআইএইচ/এমকেআর/এমএস

Advertisement