খেলাধুলা

আরও দুই ম্যাচ নিষিদ্ধ ম্যানসিটি তারকা

আরও দুই ম্যাচ নিষিদ্ধ ম্যানসিটি তারকা

নতুন করে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ম্যানচেস্টার সিটির রিকো লুইসকে। অর্থাৎ ফিফা ক্লাব বিশ্বকাপে ম্যানসিটির পরবর্তী দুটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উইদাদ এসি’র বিপক্ষে লাল কার্ড দেখার অপরাধে এ নিয়ে মোট তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ইংলিশ ডিফেন্ডার।

Advertisement

গেল ১৮ জুন ফিলাডেলফিয়ায় উইদাদের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে স্যামুয়েল ওবেনকে চ্যালেঞ্জ করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন লুইস। এরপর রোববার আটলান্টায় আল আইনের বিপক্ষে ম্যানসিটির ৬-০ গোলের জয়ের ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি।

প্রথমে লুইসকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে শাস্তি বাড়ায় ২০ বছর বয়সী এই ডিফেন্ডার আগামী বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে জুভেন্টাসের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ এবং শেষ ষোলোর ম্যাচ খেলতে পারবেন না।

এক বিবৃতিতে ফিফা বলেছে, আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ, ধারা ১, উপধারা (ই) লঙ্ঘনের দায়ে তাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Advertisement

একটি সূত্র ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে জানিয়েছে, ম্যানসিটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু সেটি প্রত্যাখ্যাত হয়েছে।

লুইসকে না পাওয়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে দল গঠন করা কঠিন হয়ে গেছে কোচ পেপ গার্দিওলার জন্য। আবার গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ম্যানসিটির।

লুইসই দলে একমাত্র স্বাভাবিক রাইট-ব্যাক। যদিও মিডফিল্ডার মাথিউজ নুনেজ গত মৌসুমে নিয়মিত এই পজিশনে খেলেছিলেন। আল আইনের বিপক্ষে রাইট-ব্যাকে খেলেন আবদুকাদির খুসানোভ। মাঝে মধ্যে সেই জায়গায় সেন্টার-ব্যাক মানুয়েল আকাঞ্জিও খেলেছেন।

শেষ পর্যন্ত কাকে লুইসের জায়গায় খেলান গার্দিওলা, সেটিই এখন দেখার।

Advertisement

এমএইচ/জেআইএম