দেশজুড়ে

শ্রীবরদীতে মাকে খুন করলো ছেলে

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত বানেছা খাতুন (৫৫) শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের শাহ আলমের স্ত্রী। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘাতক আবুবকর মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে দুপুরে মা বানেছা খাতুনের সঙ্গে ছেলে আবুবকর মিয়ার কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ঘর থেকে একটি কাঠের টুকরা নিয়ে আবুবকর তার মা বানেছা খাতুনের চোয়ালে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আবুবকর পালাতে চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। শ্রীবরদী থানা পুলিশের ওসি এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, মামলার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।  হাকিম বাবুল/এমএএস/এবিএস