নোয়াখালীর কবিরহাটে বজ্রপাতে নূর ইসলাম (২৮) এবং রফিক উল্লা (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ও ঘোষবাগ ইউনিয়নের সোনাদিয়া ও চরআলগী গ্রামের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের শেখ আহমদের বাড়ির আইয়ুব আলীর ছেলে এবং ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে রফিক উল্ল্যা।কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রবল বৃষ্টির মধ্যে নুর ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। দুপুরে বৃষ্টির মধ্যে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এছাড়া একই সময় চরআলগী গ্রামে বাড়ির পাশে শ্রমিকদের সঙ্গে নিয়ে জমিতে কাজ করার সময় বজ্রপাতে রফিক উল্যা মারা যান। মিজানুর রহমান/এআরএ/এবিএস