জাতীয়

শহীদুল হক পুলিশের নতুন আইজি

পুলিশের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একেএম শহীদুল হক। এর আগে শহীদুল হক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে পুলিশের আইজি ছিলেন হাসান মাহমুদ খন্দকার। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।উল্লেখ্য, আগামীকাল পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।