দেশজুড়ে

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে নজির ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে উপজেলার রানীনগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নজির একই উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের মৃত ফজের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কৃষক নজির তার গবাদিপশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। পরে রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরের ধারে বৈদ্যুতিক ছেড়া তারে জড়ানো তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মূল সংযোগের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত নজির তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এমএন/এএসএম