ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। জটিল রোগে ভুগছেন তিনি। শনিবার (২৮ জুন) দিনগত রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে এ কথা জানিয়েছেন জোভান নিজেই।
জোভান তার পোস্টে জানান, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনে আক্রান্ত। অভিনেতা তার পোস্টে এ ধরনের অসুস্থতায় আক্রান্তদের বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বিশেষ বার্তা দেন।
সেই পোস্টে একটি ছবি শেয়ার করে জোভান আরও জানান, ‘আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই-বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে! এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে! মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে! একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির!’
আরও পড়ুন:
সবশেষে অভিনেতা লেখেন, ‘তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’
ফারহান আহমেদ জোভান ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। তিনি ২০১৩ সালে আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয়ের মনে স্থান করে নিয়েছেন এ অভিনেতা।
এমআই/এমএমএফ/এমএস