ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আইনাল মন্ডল ওরফে কোরবান নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিনোদপুর গ্রামে সন্ত্রাসীরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১ টি দেশীয় গান, ১ টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আইনাল মন্ডলকে আটক করা হয়।আইনাল মন্ডল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে জানিয়েছে র্যাব। তার নামে ঝিনাইদহ সদর থানায় ডাকাতি, অস্ত্র, হত্যাসহ ৮টি মামলা রয়েছে।আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর