প্রাচী দেশাই ক্রিকেট তারকা আজহারের প্রথম স্ত্রী এমনটাই এখন কানাঘুষা চলছে বলিপাড়ায়। শুধু কি তাই বলিউডের দুই কুইন করিনা কাপুর ও প্রাচী দেশাই এখন প্রায় একে অপরের মুখ দেখা বন্ধ করে দিয়েছেন।সুযোগ পেলেই একে অপরকে কুকথা বলতে ছাড়ছেন না। এই ক্যাট-ফাইট তো স্বাভাবিক? কে কোন কালে শুনেছে দুই সতীনের বন্ধুত্বের কথা। সতীনদের সম্পর্কে বরাবরই এইরকম। কী সমস্ত কিছু ওলট-পালট হয়ে যাচ্ছে। আহা! আমি কি রিয়েল লাইফের কথা বলছি না। আমি তো বলছিলাম রিল লাইফের কথা।সম্প্রতি বলিউডে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজহার উদ্দিনকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। শোনা যাচ্ছে এই ছবিতে আজহারের প্রথম স্ত্রী নৌরিনের ভূমিকায় অভিনয় করবেন প্রাচী দেশাই। আজহার নৌরিনকে বিয়ে করেছিলেন ১৯৮৭ সালে এবং তাঁদের দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবনে ২টি সন্তানও বর্তমান। অপর দিকে আজহারের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করবেন করিনা।এই সম্পর্কে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে প্রাচী জানিয়েছেন, ‘আমি এই দ্বিতীয়বার কোনও মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করছি। তবে ব্যক্তিগত জীবনে মোটেই নৌরিনের মতো নই। তাই এই চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তোলাটাই আমার কাছে চ্যালেঞ্জের বিষয়’।