ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ না থাকা থেকে পরিত্রাণ পেতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমরাব সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন। এ সময় বরগুনায় একটি বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র নির্মাণের দাবি জানানো হয়। জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে শিক্ষার্থী ছাড়াও ধর্মঘটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, অনুন্নত বিদ্যুৎ ব্যবস্থার কারণে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তির শিকার এখন বরগুনার কয়েক লাখ অধিবাসী। অপর্যাপ্ত জনবল এবং জলা জঙ্গলের মধ্য দিয়ে দুর্বল বিদ্যুৎ লাইনের কারণে কখনও টানা দু’দিন কখনও বা তিনদিন ধরে বিদ্যুৎ বন্ধ থাকছে বরগুনায়। এতে বিপাকে পড়ছে বরগুনা জেনারেল হাসপাতালসহ দশটিরও বেশি প্রাইভেট ক্লিনিক। এদিকে, ফ্রিজ অচল থাকায় সংগৃহীত নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় অধিবাসীদের। বন্ধ হয়ে যাচ্ছে শহরের পানি সরবরাহ। চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আর পথে বসতে বসেছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরাও।এ সময় বক্তব্য রাখেন- বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. আনিচুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. মো. শাহজাহান মিয়া, সমাজসেবক শুখরঞ্জন শীল, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, জাফর হোসেন, মুশফিক আরিফ প্রমুখ।সাইফুল ইসলাম মিরাজ/এসএস/পিআর