বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। শুরুতেই চাপে পড়েছে তারা। দুই পেসার ক্রিস ওকস আর ব্রাইডন কার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই হাত খুলতে পারেনি ভারত।
অবশেষে ২৬ বল খেলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন লোকেশ রাহুল। ক্রিস ওকসের বলে বোল্ড হন ডানহাতি এই ওপেনার। জসশ্বী জয়সওয়ালকে নিয়ে ১৫ রানের উদ্বোধনী জুটিতে খরচ ৫২ বল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ১ উইকেটে ৩০ রান। জয়সওয়াল ১৪ আর করুন নায়ার ১৩ রানে অপরাজিত আছেন।
এমএমআর/জিকেএস