দেশজুড়ে

হেলমেট-মাস্ক পরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জে হেলমেট-মাস্ক পরে আবারও প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল শুরু হয়। ১০ মিনিটব্যাপী মিছিল ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত যায়।

মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরছালিন বাবুসহ প্রায় ১৫ জন উপস্থিত ছিলেন।

মিছিলের বিষয়টি নিশ্চিত করে রাজিদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করে অন্তর্বর্তী সরকারবিরোধী মন্তব্য করেন।

এ বিষেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘মানিকগঞ্জের বর্ডার এলাকায় মিছিলটি হয়েছে। আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি। তাদের গ্রেফতার করা হবে।’

এর আগে গত ১৮ মার্চ সকালে মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম এলাকায় এবং ১৫ জুন ভোর ৬টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় মিছিল বের করেন নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা।

মো. সজল আলী/এসআর/এএসএম