দেশজুড়ে

পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত যুবকের এক মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে আবু সাত্তার (২৫) নামে এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার বাড়ি তল্লাশি করে জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

বুধবার (২ জুলাই) গভীর রাতে শহরের রওশনাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নিলে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আবু সাত্তার উপজেলা সদরের শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রওশনাবাগ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

সূত্র জানায়, আটক যুবকের বিভিন্ন অনলাইন আইডিতে ১২ লাখ টাকা পাওয়া যায়। এছাড়া তার ল্যাপটপ ও কম্পিউটারে অনলাইন জুয়ার অসংখ্য সাইট ও আলামত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেহেদী পিয়াস জয় বলেন, অনলাইন জুয়ার বড় হোতা সাত্তার। তার বিভিন্ন জুয়ার সাইটে এখনো প্রায় ১২ লাখ টাকা রয়েছে। ঘরের ভেতরে দীর্ঘদিন ধরে সে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম