দেশজুড়ে

মাছের ঘেরের আড়ালে মাদক কারবার, নারীসহ গ্রেফতার ৪

মাদারীপুরের রাজৈরে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৫ জুলাই) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদারকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার টুম্পা বেগম (৩০), বাজিতপুর গ্রামের কালাম খালাসীর ছেলে নয়ন খালাসী (২২), নয়ানগর গ্রামের জসিম হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২০) এবং সদর উপজেলার কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজীব ঘরামী (২০)।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মাছের ঘেরে নৌকা ব্যবহার করে মাদক বিক্রি করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মাদক কারবারিরা। এসময় একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর আদালতে পাঠানো হয়।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জেআইএম