দেশজুড়ে

মসজিদে বোমা হামলাকারীর সহযোগী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা হামলাকারীর সহযোগী জেএমবি সদস্য জামাল উদ্দিন (২৮) নামে এক যুবক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোদাগাড়ি উপজেলার ফরহাদপুর গ্রামের চাপরা নামক স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। জামালের বাড়ি উপজেলার বাবুডাইংপাড়ায়। বন্দুকযুদ্ধে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মনসহ ৪ পুলিশ সদস্যও আহত হয়েছে। আহতরা হলেন, চারঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল রহিম, গোদাগাড়ি থানার পুলিশ সদস্য মাহফুজ, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ। আহতদের রাজশাহী পুলিশ লাইনস্ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও গুলিতে চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু নিহত হওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটলো।    বন্দুকযুদ্ধে আহত চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে মসজিদে বোমা হামলাকারীর সহযোগী জেএমবি সদস্য জামাল উদ্দিনকে উপজেলার বাবুডাইংপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার অপর সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়। অভিযান চলাকালে উপজেলার ফরহাদপুর গ্রামে নাইমুল নামে এক ব্যক্তির আবাদি জমির কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা জামাল উদ্দিনের সহযোগীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে বেশ কয়েকটি শক্তিশালী হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা করে গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলির মাঝে পড়ে জামাল উদ্দিন নিহত হন। ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দু’টি ধারালো হাসুয়া ও ৫/৬টি হাত বোমা উদ্ধার করা হয়। এদিকে, মসজিদে বোমা হামলাকারী তারেক আজিজের মা তসলিমা খাতুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে পুলিশের একটি বিশেষ টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তারেক আজিজের বাবা আবু সালেক পালিয়ে যান। বর্তমানে তসলিমাকে গোদাগাড়ি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, তিনি ও চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বোমা হামলাকারীর মা ও সহযোগীকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত সহযোগী জামাল উদ্দিনের সঙ্গে অভিযানে বের হলে উপজেলার ফরহাদপুর গ্রামে বন্দুকযুদ্ধে তিনি মারা যান। এ ঘটনায় আটক বোমা হামলাকারীর মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।  গত বছরের ২৫ ডিসেম্বর রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল এলাকার সৈয়দপুর মচমইল চকপাড়ায় আহমাদিয়া মুসলিম জামায়াত জামে মসজিদে বোমা হামলায় একজন নিহত হন।শাহরিয়ার অনতু/এনএফ/পিআর