জাতীয়

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের ৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, সীমাহীন দুর্ভোগ ফেনীতে রেকর্ড বৃষ্টিপাত, বিপৎসীমার ওপরে নদীর পানি

এছাড়া দেশজুড়ে বৃষ্টিপাত বেড়েছে। এই বৃষ্টিপাত আগামীকাল বুধবারেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশের সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। এছাড়া পটুয়াখালীতে ২৪৮ মিলিমিটার, নোয়াখালী ১৮৯ মিলিমিটার ও সন্দ্বীপে ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরএএস/বিএ/এএসএম