বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
ফরিদা পারভীনের খবর নিতে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সেখানে পাঠান বেগম জিয়া। প্রতিনিধি হিসেবে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
আরও পড়ুন ফরিদা পারভীনের অবস্থার অবনতি হয়নি, পুরোপুরি ঝুঁকিমুক্তও ননফরিদা পারভীনের দ্রুত আরোগ্য কামনা করেন বেগম খালেদা জিয়া।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান এবং তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
কেএইচ/বিএ