দেশজুড়ে

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় মিজানুর রহমান (৩১) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফজলুর রহমান এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, জেলার ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভরা গ্রামের মিজানুর রহমান ২০১১ সালের ১১ ডিসেম্বর বিকালে আকলিমা (২২) নামে এক তরুণীকে তার গ্রামে নিয়ে আসে। ওইদিন রাতে আসামি মিজানুর তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ একটি কুয়ার মধ্যে ফেলে দেয়। পরদিন আকলিমার মরদেহ কুয়া থেকে উদ্ধার করে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি বাবু মোল্লা জানান, ওই ঘটনায় ২০১১ সালের ১২ ডিসেম্বর চারজনকে আসামি করে ভাঙ্গা থানার এসআই আব্দুল জলিল মিয়া একটি মামলা করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এই মামলায় একজনকে ফাঁসির আদেশ ও তিনজনকে খালাসসহ এক লাখ টাকা জরিমানা করেন।এস.এম. তরুন/এসএস/এমএস