রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট। সরাসরি বাগান থেকে আনা ভেজালমুক্ত বিশুদ্ধ আম কিনতে পারছেন ক্রেতারা। ফেস্টের শেষ দিন আজ। রাজধানীতে এমন বিশুদ্ধ আমের মেলা থেকে আম কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। তারা বলছেন, চারদিকে যখন ভেজাল আর ফরমালিনের ছড়াছড়ি তখন এমন গ্যারাান্টিযুক্ত আম কিনতে পেরে এবং নিসংকোচে পরিবার পরিজন নিয়ে আম খেতে পারবেন বলে খুশি তারা।
শনিবার (১২ জুলাই) সকালে সরেজমিনে রাজধানীর রবীন্দ্র সরোবরে দেখা যায়, ক্রেতারা পছন্দমতো আম কিনছেন। তাছাড়া সচরাচার এক্সপোর্ট কোয়ালিটির আম বাইরের বাজারে কিনতে না পেলেও ফেস্টে পাওয়া যাচ্ছে।
বিক্রেতারাও সরাসরি বাগান থেকে বিশুদ্ধ আম এনে ক্রেতার হাতে পৌঁছে দিতে পেরে খুশি। অন্যদিকে ক্রেতারা বলছেন, ফরমালিন আর ভেজাল পণ্য সয়লাবের এই সময় আম কিনতে বিশ্বস্ত জায়গা পাওয়া কঠিন। বিশেষ করে পরিবারের থাকা শিশু এবং বয়স্কদের জন্য শতভাগ বিশুদ্ধ পণ্য খোঁজেন তারা। ফেস্টে ভেজালমুক্ত আম পাওয়ায় অনেকে বেশি করে কিনে নিচ্ছেন।
সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, চোষা আম প্রতি কেজি ১৬০ টাকা, ফজলি এক্সপোর্ট কোয়ালিটি ৮০ টাকা, বারি-৪ কেজিপ্রতি ৭০ টাকা, হাড়িভাঙা ৯৯ টাকা, আম্রপালি ১১০ টাকা এবং সুরমা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মেলায় আম কিনতে আসা রিনা পারভীন বলেন,ভেজালমুক্ত আম পাওয়া কঠিন। বিশ্বস্ত জায়গা তেমন পাওয়া যায় না যে, সেখান থেকে আম কিনব। এখানে সরাসরি বাগান মালিকরা আম নিয়ে এসেছেন। আম দেখেই মনে হচ্ছে ভেজালমুক্ত, এতে ফরমালিন নেই। ফরমালিন তো আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর। ১০ কেজি আম কিনলাম। অন্তত দুশ্চিন্তামুক্ত হয়ে পরিবার নিয়ে আম খেতে পারব।
আম কিনতে আসা সায়েদ রহমান বলেন, আম দেখে মনে হচ্ছে ভালো, বিশুদ্ধ। এমন আয়োজন প্রায়ই হওয়া উচিত। অন্তত কিছু ভালো আম খেতে পারব। এখানে দেখলাম কিছু আম পচে যাচ্ছে। অর্থাৎ ফরমালিন দেওয়া নাই, ফরমালিন থাকলে তো আম পচতো না। মোট ১৫ কেজি কিনেছি। ১০ কেজি বাসায় রাখব আর ৫ কেজি মেয়ের বাসায় পাঠাব।
রাজশাহী থেকে নিজের বাগানের আম নিয়ে এসেছেন ইমরান। তিনি বলেন, আমাদের নিজেদের বাগানের আম নিয়ে এসেছি। মোট ৫০ ক্যারেজ নিয়ে আসছিলাম। শতভাগ স্বাস্থ্যসম্মত এই আম। কোনো মেডিসিন দেওয়া নেই। ভালো বিক্রি হচ্ছে। আশা করছি আজকের মধ্যে সব আম বিক্রি হয়ে যাবে।
আরেকটি স্টলের বিক্রেতা আনোয়ার বলেন, আমরা ১২০ ক্যারেজ আম নিয়ে আসছিলাম। বিক্রি বেশ ভালো। আমে কোনো ফরমালিন নেই। এজন্য আমের রং অনেকটা কালো কালো হয়ে যাচ্ছে। অনেক ক্রেতা কালার দেখে এজন্য পছন্দ করতে চাইছেন না। তবে আমরা বলছি ফরমালিনমুক্ত শতভাগ বিশুদ্ধ আম। কিনলে কেউ ঠকবে না।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আম এনে স্টল দিয়েছে গ্রিনলি। এই স্টলের বিক্রেতা ইয়াসির আরাফাত বলেন, আমাদের নিজস্ব বাগানের আম। সরাসরি বাগান থেকে আম নিয়ে এসেছি, এজন্য কমদামে বিক্রি করতে পারছি। আজ ৯ টা পর্যন্ত ফেস্ট চলবে। এর আগেই যে পরিমাণ আম আছে আশা করছি শেষ হয়ে যাবে।
ফেস্ট থেকে ৩ কেজি আম কিনলে ২৫০ মিলি. এবং ৫ কেজি আম কিনলে ৫০০ মিলি. প্রাণ ফ্রুটো ম্যাংগো জুস গিফট পাচ্ছেন ক্রেতারা। এছাড়া বিকেলে কনসার্টের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই ম্যাংগো ফেস্ট শুরু হয়।
এনএস/এএমএ/এএসএম