জাতীয়

ভুগছিলেন ডায়াবেটিস-নিউমোনিয়ায়, শেষে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে শনিবার এক ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়। এদিন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদিন সিদ্দিক (৫০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জয়নাল আবেদিন ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন। কোভিড শনাক্ত হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে কোভিডজনিত ফুসফুসের সংক্রমণে তার অনিয়ন্ত্রিত শ্বাসকষ্ট দেখা দেয়। এতে ওই রোগী মারা যান।

জুন মাসে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর চট্টগ্রামে এ নিয়ে আটজনের মৃত্যু হলো। এদের মধ্যে তিনজন নগরীর এবং পাঁচজন বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগী।

জুনে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৩ জন। এদের মধ্যে ১৭২ জন নগরীর এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এএমএ/এমএস