জমি দখল, হুন্ডি, কমিশন বাণিজ্য, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের মতো অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Advertisement
বুধবার (১৬ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জসিম উদ্দিন খান বলেন, গোলাম দস্তগীর গাজী অবৈধভাবে ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন। তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, প্রতারণা, জালিয়াতি, হুন্ডি এবং আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তিনি জানান, অভিযুক্ত গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি রূপগঞ্জ থানার খাদুন এলাকায় মোট ৬৯টি দলিলের আওতায় ৪,৮৭৯ দশমিক ৯২ শতাংশ জমি নিজের নামে বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্জন করেন। যার দলিল মূল্য প্রায় ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা হলেও বাস্তবে এসব জমিতে অবকাঠামোসহ স্থাবর সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।
Advertisement
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সম্পত্তিগুলো ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে অর্জিত হয়।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এ সম্পত্তিগুলোর ওপর ক্রোকের আদেশ জারি করেন।
সিআইডি জানিয়েছে, গোলাম দস্তগীর গাজী, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অপরাধচক্রের একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তও চলমান রয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও অন্য প্রমাণাদি সংগ্রহে বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সিআইডি।
Advertisement
কেআর/এমকেআর/এএসএম