জাতীয়

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানে আগুন

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। বুধবার সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ীর ঘুন্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদ উদ্দিন। তিনি বলেন, সিমেন্ট ও সার কারখানার একটি কাভার্ডভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফলে পুরো গাড়িটি পুড়তে পারেনি। গাড়িটি খালি থাকায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) অবনীশঙ্কর বলেন, কাভার্ডভ্যানটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি।