কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, আগামী দুই মাসের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠানে কমিটি গঠন করবে ছাত্রদল। কেউ বাধা দিলে তার সমুচিত জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম বিপ্লব উদ্যান সংলগ্ন দক্ষিণ সড়কে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের বীরত্বগাথা স্মরণে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, একুশ শতকের সঙ্গে তাল মিলিয়ে আমরা সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করছি। কিছুদিন আগে চুয়েটে ছাত্রদলের ঘোষিত কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন সাধারণ ছাত্রদের ব্যানারে মববাজি করেছিল। সেই সঙ্গে চুয়েট উপাচার্য মববাজির পক্ষ নেওয়ায় আমি নিন্দা প্রকাশ করছি।
তিনি বলেন, কেউ প্রকাশ্য রাজনীতিতে এলে আমরা স্বাগত জানাবো। কিন্তু গুপ্তভাবে কোনো অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে ছাত্রদল তা শক্তভাবে মোকাবিলা করবে। শিবিরের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার উল্লেখযোগ্য ডকুমেন্ট দিতে ব্যর্থ হয়েছে।
গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম স্মরণে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছিল, চলে আসুন ষোলশহর। বিরোধী দলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে ওয়াসিমের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। সেদিন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ওয়াসিমসহ তানভীর সিদ্দিকী, হৃদয়রা শহীদ হয়েছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, আরিফুল ইসলাম আরিফ, কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ফারুক হোসেন, বায়েজিদ হোসাইন, মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মো. জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল মোঃ দেওয়ান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিলয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ সহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা, উপজেলা/থানা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
বিএ/এএসএম