রাজনীতি

সদরঘাট থেকে সমাবেশ অভিমুখে জামায়াত নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকার সদরঘাট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ঢল নেমেছে নেতাকর্মীদের।

আজ শনিবার (১৯ জুলাই) ভোর থেকেই লঞ্চযোগে বরিশাল বিভাগ, চাঁদপুর ও শরীয়তপুর জেলা থেকে সদরঘাট আসেন নেতাকর্মীরা। সকালের খাবার শেষ করে খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন তারা।

এসময় প্রত্যেক জেলার আলাদা ব্যানার ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিল সহকারে সমাবেশে যাত্রা করতে দেখা যায় তাদের।

মিছিলে নেতৃত্ব দেওয়া বরিশাল মহানগর এলাকার জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, বরিশাল বিভাগে জামায়াতের লোক অন্যান্য বিভাগ থেকে কম। এজন্য আমাদের লোকজন উপস্থিতির লক্ষ্য প্রথমে কম ছিল। তবে সমাবেশের আগ মুহূর্তে চিত্র পাল্টে যায়। দলে দলে লোকজন জামায়াতে যোগ দিয়ে সমাবেশে আসে। সবমিলিয়ে দুই থেকে তিন লাখ লোক এসেছে শুধু বরিশাল বিভাগ থেকে।

ভোলা থেকে আসা জামায়াতকর্মী রাশেদ সিকদার বলেন, শুধু ভোলা জেলা থেকে ৩৫ হাজার নেতাকর্মী এসেছেন। এখনো অনেক জনশক্তি লঞ্চে বিশ্রাম করছেন। ধীরে ধীরে তারাও সমাবেশে যোগ দেবেন।

এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ জাতীয় সমাবেশ।

এমআইএন/বিএ/এমএস