শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্ত উপজেলা ফুটবল প্রতিযোগিতায় শেরপুর সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সদর উপজেলা একাদশ ২-১ গোলে নকলা উপজেলা একাদশকে পরাজিত করে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে খেলাটি প্রথমার্ধে গোলশুন্য ছিলো। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের সময় সদর উপজেলার রকি মিয়া প্রথম গোল করেন। এর ৬ মিনিট পর ফাঁকায় বল পেয়ে সদরের ইমরান দলের পক্ষে দ্বিতীয় গোল করে। আর ম্যাচের শেষ দিকে স্ট্রাইকার রাসেল নকলার পক্ষে একমাত্র গোলটি করেন। এরপর দু`পক্ষ আক্রমন-পাল্টা আক্রমণ করে খেললেও কোন দল আর গোল করতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুর সদর উপজেলা একাদশ। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ডিএফএ সভাপতি মানিক দত্ত, ফুটবল উপ-পরিষদের সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি প্রমুখ বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এবারের আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতায় ৫ উপজেলা ও একটি আদিবাসী দল সহ ৬ টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। হাকিম বাবুল/এমআর/এবিএস