খেলাধুলা

আন্ত উপজেলা ফুটবলে শেরপুর সদর চ্যাম্পিয়ন

শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্ত উপজেলা ফুটবল প্রতিযোগিতায় শেরপুর সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সদর উপজেলা একাদশ ২-১ গোলে নকলা উপজেলা একাদশকে পরাজিত করে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে খেলাটি প্রথমার্ধে গোলশুন্য ছিলো। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের সময় সদর উপজেলার রকি মিয়া প্রথম গোল করেন। এর ৬ মিনিট পর ফাঁকায় বল পেয়ে সদরের ইমরান দলের পক্ষে দ্বিতীয় গোল করে। আর ম্যাচের শেষ দিকে স্ট্রাইকার রাসেল নকলার পক্ষে একমাত্র গোলটি করেন। এরপর দু`পক্ষ আক্রমন-পাল্টা আক্রমণ করে খেললেও কোন দল আর গোল করতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুর সদর উপজেলা একাদশ। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ডিএফএ সভাপতি মানিক দত্ত, ফুটবল উপ-পরিষদের সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি প্রমুখ বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এবারের আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতায় ৫ উপজেলা ও একটি আদিবাসী দল সহ ৬ টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। হাকিম বাবুল/এমআর/এবিএস