বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্চের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) জাতীয় সমাবেশের মূল অধিবেশনে এই ব্যবস্থা রাখা হয়। এতে করে সমাবেশে আগত বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সুবিধা হয়েছে।
আরও পড়ুন:
জামায়াতের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম জামায়াতের সমাবেশে যোগ দিলেন সারজিসদুপুর ২টায় শুরু হয় মূল অধিবেশন। তবে আজ ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে জড়ো হয়েছেন সমাবেশে।
এএএম/এসএনআর/জেআইএম