বিনোদন

শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের নতুন সিনেমা ‘কিং’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন এ তারকা। এ সময় এ দুর্ঘটনা ঘটে। বেশ কয়েক মাস ধরেই লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। এর মাঝেই খবর, পেশিতে আঘাত পেয়েছেন কিং খান। পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য দ্রুত আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।

জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় আঘাত পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনো।

কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আঘাত পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন:নিজেকে ৩০ দাবি করা শাহরুখের আসল বয়স কতযে খাবার খেয়ে নিজেকে ফিট রাখেন শাহরুখ খান

অনেকেই বলছেন, আগামী এক মাস সময় লাগতে পারে সম্পূর্ণ সুস্থ হতে। তারপর পুরোদমে কাজ করতে পারবেন। ‘কিং’ সিনেমা পরবর্তী শুটিং তাই শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর থেকে।

এমএমএফ/জেআইএম