চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জুলাই আন্দোলনকে বিতর্কিত করতে একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হয়েছে। যারা ধর্মকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত ও ভোটের আশা করছেন।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় শহরের অঙ্গীকার পাদদেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় ।
ইসলামি দলের নেতাদের উদ্দেশে জেলা বিএনপি সভাপতি বলেন, ‘আপনাদেরকে বলতে চাই, আপনারা ধর্মকে বিকৃত করে রাজনীতি করবেন না। যার যার ধর্ম তাকে পালন করতে দেন। সবাই সজাগ থাকবেন। জুলাই আন্দোলনের মতো একটি মহৎ আন্দোলন যেন কেউ নস্যাৎ করতে না পারে।’
সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে। কারা আন্দোলন সংগ্রামে ছিল আপনারা জানেন। জুলাই আন্দোলনে চাঁদপুরের ৩১ জন শহীদ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বিএনপির লোক। ফ্যাসিবাদের উত্থান আর এই বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।’
কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক কাজী মাইনুল হক জীবন। যৌথ সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোবারক হোসেন সিকদার ও যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা জাসাসের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন, পৌর জাসাসের আহ্বায়ক শাওন পাটওয়ারী, সদস্য সচিব সিয়াম খানসহ জেলা, পৌর জাসাসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
শরীফুল ইসলাম/এসআর/এমএস