বরিশালে ‘মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) শহরের একটি রেস্টুরেন্টে এ বৈঠকের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি নিউ লাইফ’ ও নারী বিষয়ক ম্যাগাজিন ‘জাগো নারী’।
বৈঠকে মাদকাসক্তির ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শুধুমাত্র আইনপ্রয়োগকারী সংস্থার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ এবং চিকিৎসা ব্যবস্থা একসঙ্গে কাজ করতে হবে।
দীপ্ত টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রতিনিধি মর্তুজা জুয়েলের সঞ্চালনায় বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হাসান, অ্যাডভোকেট সুফিয়া আক্তার, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নুরুল আলম ফরিদ, এম আমজাদ হোসাইন, গোপাল সরকার, মুরাদ আহমেদ, আক্তার ফারুক শাহীন, কাজী মামুন, কাজী মিরাজ, ফেরদৌস সোহাগ, সাইফুর রহমান মিরন, মোহাম্মদ জাকির হোসেন, সুশান্ত ঘোষ, খালিদ সাইফুল্লাহ, জসীমউদ্দীন, বিপ্লব রায়, গিয়াস উদ্দিন সুমন, মাহমুদ চৌধুরী, জিয়া শাহিন, নিকুঞ্জ বালা পলাশ, প্রাচুর্য রানা, নজরুল বিশ্বাস, সাইদ মেনন, শাহিন হাসান, শাহিন হাফিজ, কাওসার হোসেন, সুমন চৌধুরী, এম মোফাজ্জল, অপূর্ব অপু, সালেহ টিটু, শাওন খান, মুশফিক সৌরভ, মিথুন সাহা, খান রুবেল, পারভেজ রাসেল, এম সালাউদ্দিন, এফএম নাজমুল, সাঈদ পান্থ, সৈয়দ মেহেদী হাসান, শাকিল মাহমুদ, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্টার মেহেদী শুভ, খন্দকার রাকিব ও হাসিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শাওন খান/আরএইচ/এমএস