বিনোদন

আহমেদ সজীবের কণ্ঠে ‘ভালো থাকা বারণ’

প্রিয়জন পাশে থাকলে যেন সময় থেমে যায়, দিন-রাত এক হয়, স্বপ্ন হয়ে ওঠে বাস্তব। সেই গভীর ভালোবাসা ও নিবেদনকে কেন্দ্র করেই প্রকাশিত হলো নতুন গান ‘ভালো থাকা বারণ’। গানটি গেয়েছেন ‘আমার গানের ঢাকা’ প্রতিযোগিতায় প্রশংসিত কণ্ঠশিল্পী আহমেদ সজীব। গানটির কথা ও সুরও করেছেন শিল্পী।

গানটির সংগীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নিজের এই মৌলিক গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত সজীব। তিনি বলেন, ‘এই গানটি এসেছে এক নিঃসঙ্গ ভালোবাসার আবেগ থেকে। যখন কেউ কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন সে তার অস্তিত্ব, স্বপ্ন আর জীবনের মানে খুঁজে পায় শুধু সেই প্রিয়জনের মাঝে। আমি চেষ্টা করেছি সেই নিঃশর্ত ভালোবাসাকে গানের ভাষায় তুলে ধরতে।’

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, ‘ভালো থাকা বারণ’ তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

এলআইএ/এমএস