খেলাধুলা

বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-নেপাল, গ্রুপেই ভারত-পাকিস্তান ম্যাচ

ঢাকায় নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শেষের পথে। আগামীকাল সোমবার ভুটান-শ্রীলঙ্কা এবং বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে পর্দা নামবে মেয়েদের এই টুর্নামেন্টের।

সাফের এই আয়োজনের মধ্যেই ঘণ্টা বাজলো এ অঞ্চলের আরেকটি টুর্নামেন্টের। আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।

৭ দেশের এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান হয়েছে আজ রোববার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দুই গ্রুপে ভাগ করে হবে এই টুর্নামেন্ট। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।

বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল। ‘বি’ গ্রুপে পড়েছে ৪ দল- ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।

আরআই/এমএইচ/