শিক্ষার মান উন্নয়ন, সেশনজট ও শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) সকালে কলেজের প্রশাসনিক ভবনে এই কর্মসূচি পালন শুরু করেন তারা। চলবে সোমবার (২১ জুলাই) দুপুর পর্যন্ত। এসময় বিভিন্ন স্লোগান ও বক্তব্যে শিক্ষার্থীরা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- সেশনজট নিরসন ও এ সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ, কারিকুলাম বিষয়ক তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ, গ্রেডসিটসহ ফলাফল প্রকাশ, সেমিস্টারের সময়সীমা নির্ধারণ, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও বিকল্প ব্যবস্থা গ্রহণ, শিক্ষক সংকট নিরসন এবং কাঠামোগত উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ।
শিক্ষার্থীরা বলেন, অন্যান্য ক্ষেত্রে নানা উদ্যোগ নেওয়া হলেও প্রত্যেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আজও অবহেলিত। পর্যাপ্ত শিক্ষক নেই, ল্যাব নেই। পরীক্ষা দিয়ে বসে থাকতে হয়, নির্দিষ্ট সময়ে রেজাল্ট দেওয়া হয় না। এরকম অসংখ্য সমস্যা নিয়ে আমাদের শিক্ষাজীবন দীর্ঘসূত্রিতায় ঝুলে থাকে। বিভিন্ন সময় আমাদের এসব সমস্যার কথা জানালেও কোনো সুরাহা মেলেনি। তাই আমাদের দাবি আদায়ে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। দ্রুত দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। যেসব যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে। আপাতত আমরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/জিকেএস