একাদশে ফেরার ম্যাচে বেশ নার্ভাস মনে হচ্ছে তাসকিন আহমেদকে। পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই ফেলে দিলেন সহজ ক্যাচ। এরপর বল হাতে নিয়ে প্রথম ৪ বলে দিলেন ৯ রান।
তবে পঞ্চম বলে উইকেটও নিয়েছেন ডানহাতি এই পেসার। ফ্লিক খেলে ফাইন লেগ বাউন্ডারিতে মোস্তাফিজুর রহমানের ক্যাচ হয়েছেন সাইম আইয়ুব (৪ বলে ৬)।
শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথমেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন তিনি।
শেখ মেহেদী প্রথম ওভারে সুযোগও তৈরি করেছিলেন। চতুর্থ বলে স্লগ সুইপ খেলতে গেলে বল উঠে গিয়েছিল আকাশে। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ফেলে দেন তাসকিন আহমেদ। ৪ রানে জীবন পান ফখর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ১৯ রান।
এমএমআর/জেআইএম