খেলাধুলা

দলে ফিরেই তাসকিনের বাজিমাত

‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’- বাংলাদেশ দলে ইনজুরিপ্রবণ ক্রিকেটারদের জন্য এই ম্যানেজমেন্টটা এখন বেশ ভালোভাবেই অনুসরণ করা হচ্ছে। বিশেষ করে, তাসকিন আহমেদের ক্ষেত্রে। ইনজুরিতে পড়ে প্রায়ই দলের বাইরে থাকতে হয় এই পেসারকে। এ কারণে, দুর্দান্ত বোলিং করার পরও দেখা যায় পরের ম্যাচে তাসকিনকে বিশ্রাম দেয়া হয়েছে।

শ্রীলঙ্কা সফরেই এই দৃশ্য দেখা গেছে বেশি। টেস্ট খেলতে পারেননি ইনজুরির কারণে। এমনকি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাও খেলতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরে আসেন। এসেই বাজিমাত করেন। ৪৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট এবং ওই ম্যাচটি ৭৭ রানে জিতেছিল বাংলাদেশ। শেষ ওয়ানডে ম্যাচটিও খেলেছিলেন তিনি। নিয়েছিলেন ২ উইকেট; কিন্তু হেরে যায় বাংলাদেশ।

এরপর পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও ছিলেন তাসকিন, ৪৩ রান দিলেও কোনো উইকেট পাননি। পরের টি-টোয়েন্টিতে দেখা গেলো তাসকিন দলে নেই। তার পরিবর্তে ফেরেন শরিফুল ইসলাম।

কেন তাসকিনকে বসিয়ে রাখা হলো? আবার কি ইনজুরিতে পড়েছেন? এমন প্রশ্ন করা হলে, অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাসকিনকে বিশ্রাম দেয়া হয়েছে। তাকে পুরো বছরের জন্য হারিয়ে ফেলার চেয়ে একটি-দুটি ম্যাচে না খেলিয়ে বিশ্রাম দেয়াই উত্তম।’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে খেলানো না হলেও তাসকিন আহমেদকে ফেরানো হলো আজ রোববার পাকিস্তানের বিপক্ষে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। ফিরেই বাজিমাত করলেন তিনি।

প্রথম ওভারে যদিও শেখ মেহেদীর করা চতুর্থ বলে ফখর জামানের ক্যাচ মিস করেছিলেন, কিন্তু সেই আক্ষেপ মিটিয়ে নিজের প্রথম ওভারেই পাকিস্তানের মারকুটে ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন তাসকিন। সাইমকে তাসকিন বানান মোস্তাফিজুর রহমানের ক্যাচ।

শেষ ওভারে এসে তাসকিনের পরপর তিন বলে পড়লো তিন উইকেট। যদিও এতে হ্যাটট্রিক লেখা হবে না তাসকিনের নামের পাশে। কারণ, তার করা ওভারের দ্বিতীয় বলে রানআউট হয়েছিলেন সালমান মির্জা। তবে প্রথম ও তৃতীয় বলে তিনি ফিরিয়ে দেন ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদিকে। তাতেই ১১০ রানে প্যাকেট হয়ে যায় সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। ৩.৩ ওভার বল করে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন।

আইএইচএস/এমএমআর