মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে অত্যন্ত ফুরফুরে মেজাজে দেখা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন। বাংলাদেশের প্রতিটি উইকেটেই তাকে হাততালি দিতে দেখা গেছে।
বাংলাদেশের বোলারদের বিধ্বংসী আক্রমণে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১০ রানে গুটিয়ে যায়। তাসকিন, তানজিম, শেখ মেহেদী ও রিশাদ হোসেনের বোলিং তোপে রীতিমতো ধুঁকেছে সফরকারী দল। দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুব ফিরে যান তাসকিনের বলে বোল্ড হয়ে, এরপর একে একে ফিরেছেন হারিস, সালমান আগা, আজম খানরা।
ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
কেএইচ/এমআইএইচএস/জিকেএস