খেলার ফল যাই হোক, প্রাথমিক ও নৈতিক পরাজয় ঘটেছে পাকিস্তানিদের। আগের দিন পাকিস্তান অধিনায়ক আগা সালমান খুব বড় গলায় বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেট দিনকে দিন পাল্টাচ্ছে। বছরে, ছয় মাসে এ ফরম্যাটের গতি প্রকৃতি ও ধরন বদলাচ্ছে। তবে আমরা এখন আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলছি। আগ্রাসী ও আক্রমণাত্মক ক্রিকেটই এখন সঙ্গী আমাদের। তার শেষ কথা ছিল, আমাদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে মুখিয়ে আছে।
হ্যাঁ। ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস আর আগা সালমানরা বাস্তবেও হাত খুলে চালিয়ে খেললেন। কিন্তু ওই চালানো পর্যন্তই সার। কাজের কাজ কিছুই হয়নি। তাসকিন, মোস্তাফিজ, তানজিম সাকিবের পেস আর শেখ মেহেদীর মাপা অফস্পিনে মাত্র ১১০ রানেই অলআউট পাকিস্তান।
মেরে আর চালিয়ে খেলতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে ১১০ রানে ইনিংস শেষ করে আজ রোববার শেরে বাংলায় কয়েকটি রেকর্ডের জন্ম দিলো পাকিস্তানীরা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড পাকিস্তানের।
এর আগে অলআউট না হলেও বাংলাদেশের সাথে এই শেরে বাংলায় ১২৯ রানে ইনিংস শেষ করার রেকর্ড ছিল। সেটা ২০১৬ সালের ২ মার্চ। এই শেরে বাংলায় শহিদ আফ্রিদি, খুররম মঞ্জুর , মোহাম্মদ হাফিজ, সারফরাজ আহমেদ, ওমর আকমল ও শোয়েব মালিকের সাজানো পাকিস্তানের সে সময়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ১২৯ রানে থামিয়ে বাংলাদেশ জিতে যায় ৫ উইকেটে। আজ তার চেয়ে ১৯ রান কমে সব উইকেট হারালো পাকিস্তানিরা।
লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে খেলে অভ্যস্ত পাকিস্তানিরা শেরে বাংলার তুলনামূলক স্লো ও লো পিচে মানিয়ে নেয়ার আগে অতিমাত্রায় আক্রমণাত্মক ঢংয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন।
বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমানই আগা সালমান বাহিনীকে পেছনের পায়ে ঠেলে দিয়েছেন। সর্বাধিক ৩ উইকেট তাসকিন আহমেদের। ২ উইকেট জমা পড়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের ঝুলিতে। একটি করে উইকেট পেলেন অফস্পিনার শেখ মেহেদী ও পেসার তানজিম সাকিব।
এর বাইরে বাংলাদেশের ফিল্ডারদের কৃতিত্ব আছে দুটি। অফস্পিনার শেখ মেহেদীর বলে ইনিংসের প্রথম ওভারে ফখর জামানের ক্যাচ ফেলে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এছাড়া পুরো ইনিংসে বাংলাদেশের ফিল্ডাররা আর একটি ক্যাচও ফেলেননি। এর বাইরে আরও একটি বড় কৃতিত্ব দেখিয়েছেন আজ বাংলাদেশের ফিল্ডাররা।
পাকিস্তানের ৩ ব্যাটার ফখর জামান, মোহাম্মদ নওয়াজ আর সালমান মির্জাকে রানআউট করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে বাংলাদেশের ফিল্ডাররা কখনই প্রতিপক্ষের ৩ ব্যাটারকে রানআউট করতে পারেননি। আজ শেরে বাংলায় লিটন দাস, তাসকিন আর শেখ মেহেদীরা সে কৃতিত্বই দেখালেন।
এআরবি/এমএমআর/জিকেএস